বাংলা ছবির চাটুজ্যে চরিত
৫. তরুণকুমার
বাংলা ছবির অন্যতম বলিষ্ঠ চরিত্রাভিনেতা তরুণকুমার চট্টোপাধ্যায় সহঅভিনেতারূপে কয়েক দশক ধরে দর্শককে উপহার দিয়েছেন অসাধারণ সব ছবি। দাদাঠাকুর ছবিটির জন্য জাতীয় পুরস্কার পান এই অভিনেতা। এছাড়া উল্লেখযোগ্য ছবিগুলি হল হাত বাড়ালেই বন্ধু, মায়ামৃগ, জীবন তৃষ্ণা, দেয়া নেয়া, ইন্দ্রাণী, চুপি চুপি আসে, ঝিন্দের বন্দী ও রাজা সাজা।
15