বাংলাতেই সন্তুষ্ট দেব
RBN Web Desk: বাংলাতেই সন্তুষ্ট দেব। পুজোয় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘বাঘা যতীন’। অরুণ রায় পরিচালিত এই ছবির নামভূমিকায় অভিনয় করেছেন তিনি। অন্যান্য চরিত্রে রয়েছেন সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, সমিউল আলম ও কোলাজ সেনগুপ্ত।
সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দেব জানান, একাধিক হিন্দি ছবির প্রস্তাব তিনি পেয়েছেন। তবে স্রেফ মুখ দেখানোর জন্য মুম্বইয়ে কাজ করতে আগ্রহী নন তিনি। বাংলা ইন্ডাস্ট্রি থেকে যতটুকু পেয়েছেন, তাতেই সন্তুষ্ট তিনি। বড় পুকুরের ছোট মাছ হয়ে থাকার চেয়ে কোনও ছোট পুকুরে বড় মাছ হওয়া ভালো বলে মনে করেন দেব।
আরও পড়ুন: কপ ইউনিভার্সে রঞ্জিৎ মল্লিক?
তাঁর পরবর্তী ছবি ‘প্রধান’ শীতে মুক্তি পাওয়ার কথা। এ ছবিতেও নামভূমিকায় রয়েছেন তিনি। অভিজিৎ সেন পরিচালিত ছবিটিতে দেব ছাড়াও রয়েছেন সৌমিতৃষা কুণ্ডু ও পরান বন্দ্যোপাধ্যায়।
ছবি: RBN আর্কাইভ