বাংলা ছবির চাটুজ্যে চরিত
৮. মৌসুমী
মূলত হিন্দী ছবির নায়িকা হলেও বাংলা ছবি দিয়েই তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। এখনও হিন্দী ও বাংলা ছবির জগতে তাঁর অবাধ বিচরণ। যেসব ছবিতে দর্শক তাঁকে মনে রেখেছে তার কয়েকটি হল বালিকা বধূ, পরিণীতা, আনন্দ আশ্রম, ওগো বধূ সুন্দরী ও গয়নার বাক্স।
15