বাংলা ছবির চাটুজ্যে চরিত
৩. সাবিত্রী
দীর্ঘ ষাট বছর ধরে অভিনয়ের জগতে প্রায় একচ্ছত্র আধিপত্য করে চলেছেন বাংলা ছবির এই কিংবদন্তি নায়িকা। পদ্মশ্রী, সঙ্গীত নাটক আকাদেমি, বঙ্গবিভূষণ প্রভৃতি পুরস্কারে ভূষিত অভিনেত্রী এখনও বড় ও ছোট পর্দায় সমান সাবলীল। তাঁর কয়েকটি জনপ্রিয় ছবি নিশিপদ্ম, ভ্রান্তিবিলাস, কুহক, নবজন্ম, অন্নপূর্ণার মন্দির, শেষ অঙ্ক, মোমের আলো, মরুতীর্থ হিংলাজ, ধন্যি মেয়ে ও প্রাক্তন।
15