বাংলা ছবির চাটুজ্যে চরিত
১৪. পরমব্রত
বোম্বাইয়ের বোম্বেটে, কৈলাশে কেলেঙ্কারি ও টিনটোরেটোর যীশু ছবিতে তোপসের ভূমিকায় অভিনয় করা পরমব্রত চট্টোপাধ্যায় শুরু থেকেই তাঁর চরিত্রাভিনয়ের দক্ষতায় মুগ্ধ করেছেন দর্শককে। নায়কসহ নানান ভূমিকায় সাবলীল অভিনয় তাঁকে বাংলা ছবির এক অপরিহার্য অভিনেতা করে তুলেছে গত কয়েক বছরে। কয়েকটি মনে রাখার মতো ছবি হল কালবেলা, অপুর পাঁচালি, দ্য বং কানেকশন, প্রলয়, বাস্তুশাপ, বাইশে শ্রাবণ, হেমলক সোসাইটি ও জ়ুলফিকার।
15