প্রযোজনা সংস্থাই আমাকে সরিয়েছে: অনামিকা
RBN Web Desk: করোনা সতর্কতা বিধি মেনে টেলিপাড়ায় শুরু হয়েছে শুটিং। এর মধ্যে বদল ঘটেছে বেশ কিছু পার্শ্বচরিত্রের। তবে ধারাবাহিকের মূল অভিনেতা-অভিনেত্রীর বদল বোধহয় আশা করেননি দর্শক মহল। শুটিং শুরুর কিছুদিনের মধ্যেই জানা গেল বদলে যেতে চলেছে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে হিয়ার চরিত্রাভিনেতা।
এই ধারাবাহিকে হিয়ার চরিত্রে অভিনয় করছিলেন অনামিকা চক্রবর্তী। হঠাৎ কানাঘুসো শোনা যায় এই চরিত্রে তাঁকে আর দেখা যাবে না। লকডাউন পরবর্তী শুটিংয়ে অনামিকা যোগ দেওয়ার পরেও কেন এই বদলের সিদ্ধান্ত?
সংবাদমাধ্যমকে অনামিকার জানিয়েছেন যে ১৩ জুন ধারাবাহিকের শুটিং চলাকালীন তিনি জানতে পারেন তাঁর কোনও এক প্রতিবেশীর করোনা ধরা পড়েছে। ঠিক সেই মুহূর্তেই তিনি ‘এখানে আকাশ নীল’-এর কর্মকর্তাদের অনুরোধ করেন তাঁকে যেন সত্বর বাড়ি যেতে দেওয়া হয়। তিনি তাঁর মাকে অন্য কোনও বিপদমুক্ত জায়গায় সরিয়ে রাখার জন্য এই আবেদন করেছিলেন। এই নিয়ে অনামিকার সঙ্গে কর্তৃপক্ষের বিবাদ যখন তুঙ্গে, সেই সময় মাঝপথে শুটিং ছেড়ে বেরিয়ে আসেন অভিনেত্রী। এর কিছুদিন পর প্রযোজনা সংস্থাই অনামিকাকে জানায় তাঁরা হিয়া চরিত্রের জন্য তাঁকে আর রাখছেন না। তাঁর পরিবর্তে অভিনয় করবেন অন্য কোনও অভিনেত্রী।
আরও পড়ুন: সলিল দর্শনে ‘আলোর পথযাত্রী’ দুই বাংলার শিল্পীরা
এদিকে ‘এখানে আকাশ নীল’-এর পরিচালক সীমান্ত বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যেহেতু অনামিকা একটি করোনা সংক্রমিত এলাকায় থাকেন, তাই এই মুহূর্তে তাঁর বাড়ি থেকে বেরোনো সম্ভব না। শুটিং তো বন্ধ রাখা সম্ভব নয়, তাই তাঁরা অনামিকার বদলে অন্য কোনও অভিনেত্রীকে আনার চেষ্টা করছেন। তবে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।
২০০৮ সালে ঋষি কৌশিক ও অপরাজিতা ঘোষ দাস অভিনীত ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। উজান ও হিয়া এই চরিত্র দুটিতে ঋষি কৌশিক ও অপরাজিতা ঘোষ দাসকে আজও মনে রেখেছেন দর্শক। এরপর প্রায় ১২ বছর পর সেই চ্যানেলেই এই একই নামের ধারাবাহিককে ফিরিয়ে আনা হয়।