স্রেফ নির্ভেজাল বিশ্রাম আর বই পড়তে চাই: অনির্বাণ
RBN Web Desk: পুজোর দিনগুলো বাড়িতে নির্ভেজাল বিশ্রাম নিয়ে আর বই পড়ে কাটাতে চান, এমনটাই বললেন অনির্বাণ ভট্টাচার্য। তবে বাড়ি মানে কলকাতা নয়। পশ্চিম মেদিনীপুর জেলা সদরে বড় হয়েছেন অনির্বাণ। সেই বাড়িতেই পরিবারের সাথে পুজো কাটাবেন তিনি।
সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে আলাপচারিতায় অনির্বাণ জানালেন, ছোটবেলায় আর পাঁচজনের মতই বন্ধুবান্ধবদের সাথে ক্যাপ বন্দুক ফাটিয়েছেন। সদরের বিভিন্ন জায়গায় ঘুরেই পুজো কেটেছে তাঁর। তবে এখন সারা বছর কাজের চাপে পুজোর সময় স্রেফ বিশ্রামই নিতে চান। এছাড়া বিভিন্ন ধরণের বই পড়তে চান তিনি। আলাদা করে পুজোর জামাকাপড় কেনা বা বিশেষ কোনও জায়গায় খেতে যান না। বাড়ির রান্নাই খান এ ক’টা দিন। বিকেলের দিকে হয়ত সদরে কোথাও ঘুরে আসেন, জানালেন এই অভিনেতা।
তৈরি হল না যে ঘরে বাইরে
এবার পুজোয় মুক্তি পাচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি এক যে ছিল রাজা যেখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবি দেখে দর্শকদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় আছেন, জানালেন অনির্বাণ।
ছবি: এবেলা