বাংলা ছবির চাটুজ্যে চরিত
৯. ললিতা
ষাটের দশকে অভিনয় জগতে পা রেখে নায়িকা, সহনায়িকা ও খলনায়িকার চরিত্রে দক্ষতার পরিচয় দেন সদ্য প্রয়াত অভিনেত্রী ললিতা চ্যাটার্জী। বাংলা ছাড়াও হিন্দী ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। উল্লেখযোগ্য ছবিগুলি হলো বিভাস, জয় জয়ন্তী, অ্যান্টনি ফিরিঙ্গি ও আসছে আবার শবর।
15