নিজের মেয়েদের বিয়েতে কন্যাদান করব না: সোমা
কলকাতা: বিয়ের সময় নিজের মেয়েদের কন্যাদান করবেন না বলে জানালেন জনপ্রিয় অভিনেত্রী সোমা চক্রবর্তী। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোমা। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন সোহম মজুমদার, শুভাশিস মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য ও মানসী সিনহা। কলকাতার মহিলা পুরোহিতদের নিয়ে এই ছবি পরিচালনা করেছেন অরিত্র। কেন্দ্রীয় চরিত্র শবরীর ভূমিকায় রয়েছেন ঋতাভরী চক্রবর্তী।
“এই ছবিতে এক জাঁদরেল শাশুড়ির চরিত্রে দেখা যাবে আমাকে,” সম্প্রতি শহরে ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে জানালেন সোমা। “আমার অভিনীত চরিত্রটি কিছু প্রাচীন মূল্যবোধ আঁকড়ে থাকতে ভালোবাসেন। তবে আমি নিজে একেবারেই তার বিপরীত। সামাজিক ক্ষেত্রে একাধিক ঘুণধরা ধারণা আস্তে-আস্তে পাল্টে যাচ্ছে। ছবির বিষয়টা আমার এই কারণেই ভালো লেগেছিল।”
অরিত্রর ছবির অনুপ্রেরণা নন্দিনী ভৌমিক। বছর দশেক আগে প্রবল বাধার মাঝে পৌরহিত্যের কাজ শুরু করেন পেশায় অধ্যাপক নন্দিনী।
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
নিজের বুঝতে সময় লাগলেও বর্তমানে মেয়েদের যাবতীয় কুসংস্কার থেকে দূরে থাকার পরামর্শ দেন সোমা। “নিজে দুই মেয়ের মা হয়ে বলতে পারি, আমি অন্তত কখনও আমার মেয়েদের বিয়েতে কন্যাদান করব না। আমার মেয়েরা কোনও বস্তু নয় যে তাদের দান করা হবে। আমার মেয়ের বিয়ের পৌরোহিত্য করার জন্য আমি মহিলা পুরোহিতই চাইব। আর সেক্ষেত্রে নন্দিনীদির কাছেই প্রথমে যাব,” বললেন সোমা।
৬ মার্চ মুক্তি পেতে চলেছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’।
ছবি: টলি টাইম