খ্যাতির আগে ও পরে ৬ জনপ্রিয় টেলিতারকা
RBN Web Desk: শুরুটা প্রায় সবারই ছিল বেশ অনাড়ম্বর। কেউ মফঃস্বল আবার কেউ বা এসেছেন শহরতলী থেকে। প্রথম-প্রথম টালিগঞ্জে কাজ করার সময় বেশিরভাগ তারকাই বাসে ট্রামে যাতায়াত করতেন, কদাচিৎ হয়ত ট্যাক্সিতে।
আস্তে আস্তে এদের সবারই বেড়েছে কাজের পরিধি। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও নিয়মিত কাজ করছেন এঁদের মধ্যে অনেকেই। কাজ বাড়ার সাথে সাথে বেড়েছে অর্থ। জীবনযাত্রাও বদলে গেছে অনেকেরই। আর সেটাই স্বাভাবিক।
সন্ন্যাসী রাজা, নাকি রাজকীয় প্রতারক?
সন্ধ্যাবেলা টিভির সামনে বসলে প্রায় প্রত্যেকদিনই দেখা দেন এই ছয়জন জনপ্রিয় টেলিতারকা । কিন্তু তারকা হওয়ার আগে কেমন ছিল তাঁদের জীবন? এখনই বা কেমন তাঁদের জীবনধারা, জানালেন সংবাদমাধ্যমকে।
১. মনামী ঘোষ
ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। বহু বছর ধরে অভিনয় করছেন টেলিভিশনে। যৌথ পরিবারের মেয়ে মনামী, আদি বাড়ি বসিরহাটে। স্বপ্ন দেখতেন অভিনেত্রী হওয়ার। ধীরে ধীরে উন্নতি করেছেন তাঁর পেশায়। তাঁর প্রথম গাড়িটি কেনেন ২০ বছর বয়সে। তার সাত বছর পর তিনি একটি তিন বেডরুম ফ্ল্যাট কেনেন কলকাতার এক অভিজাত এলাকায়। এছাড়াও দামী ব্র্যান্ডের জামাকাপড় পড়তে ভালোবাসেন মনামী। তবে এ সবকিছু পেতেই কঠোর পরিশ্রম করতে হয়েছে তাঁকে। কয়েক বছর আগে মনামীর বাবা মারা যান। তারপর থেকে মা’র স্বাচ্ছন্দ্যের কোনও ত্রুটি রাখেননি বছর চৌত্রিশের এই অভিনেত্রী। মা-কে একটি ড্যাশান্ড কুকুরও কিনে দিয়েছেন সর্বক্ষণের সঙ্গী হিসেবে। এ বছরই একা ইউরোপ ঘুরে এসেছেন মনামী। আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র যাওয়ার ইচ্ছে আছে তাঁর। বর্তমানে ইরাবতীর চুপকথা ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করছেন মনামী।