পুরোনো জমিদারবাড়ির রহস্য নিয়ে আসছে ‘পরিচয় গুপ্ত’
কলকাতা: অতীতের প্রেক্ষাপটে থ্রিলার কাহিনি তাও আবার সাহিত্যের বাইরে, এমনটা বাংলা ছবিতে খুব একটা দেখা যায়নি এর আগে। এবার পরিচালক রন রাজের ‘পরিচয় গুপ্ত’ (Porichoy Gupta) ছবিতে দেখা যাবে তেমনই এক কাহিনি। ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta), জয় সেনগুপ্ত (Joy Sengupta), দর্শনা বণিক (Darshana Banik), অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য (Pradeep Bhattacharya) ও রৌনক ভট্টাচার্য। গতকাল ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শিল্পীরা।
ছবির কাহিনি শতাব্দী প্রাচীন এক জমিদার বাড়িকে কেন্দ্র করে। সেই বাড়িতে ঘটে চলা একের পর এক খুনের রহস্য নিয়ে তৈরি এই সাইকো থ্রিলার গোত্রের ছবি।
“হতে পারে আমি একজন জমিদার, কিংবা একজন লেখক, কিংবা হয়তো খুনি,” ছবিতে নিজের চরিত্র নিয়ে বললেন ঋত্বিক। “ছবিতে কী হতে চলেছে সেটা এখনই বলা সম্ভব নয় যেহেতু গল্পটা থ্রিলার। তবে এইটুকু বলতে পারি আমার চরিত্রটা এখন অন্ধ মানুষের।” ঋত্বিকের চরিত্রের নাম শরদিন্দু নাথ সেন।
পুরোনো বনেদি বাড়ির চাকরের ভূমিকায় রয়েছেন প্রদীপবাবু। তিনি জানালেন, “আমার চরিত্রের এমনিতেই কোনও কথা বলা বারণ। সেই যে পুরোনো বাড়িতে কিছু চাকর থাকে না যারা সব জানে কী হচ্ছে কী হবে, অথচ গোপনীয়তার স্বার্থে কিছুই বলতে পারে না আমার চরিত্রটাও তেমনই।”
আরও পড়ুন: ১৪ বছর পর প্রিয়দর্শনের ছবিতে অক্ষয় কুমার
প্রত্নতত্ত্ববিদ উপাসক মুখার্জির ভূমিকায় আছেন ইন্দ্রনীল। তিনি বলেন, “রন রাজ নতুন পরিচালক। ওর সঙ্গে কাজ করে ভালো লেগেছে। নিজের চরিত্রে নিয়ে এখনই কিছু বলতে চাই না। আশা করি দর্শকদের ভালো লাগবে ছবিটা।”
এছাড়াও ছবিতে স্নেহলতার চরিত্রে আছেন দর্শনা এবং মণিকুন্তলার চরিত্রে দেখা যাবে অয়ন্তিকাকে। ছবির কাহিনি ও সংলাপও রচনা করেছেন অয়ন্তিকা।
আরও পড়ুন: কঙ্গনার পরবর্তী ছবি
রন রাজের প্রথম ছবি এটা। তিনি জানালেন, “এই ছবিতে প্রতিটা চরিত্রের দুটো রূপ আছে। অর্থাৎ যেভাবে তাদের দেখা যাচ্ছে আর তারা আসলে যা এই দুটো এক নয়। ঋত্বিকদাকে এর আগে কোথাও জমিদারের চরিত্রে দেখা যায়নি। তাই আমার মনে হয়েছিল ব্যাপারটা অন্যরকম হবে। সেরকমই ইন্দ্রনীলদাকেও এরকম চরিত্রে আগে কোথাও দেখা যায়নি। ছবির গল্পটা একেবারে অন্যরকম। আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে।”
ছবির গানগুলিতে সুরারোপ করেছেন শুভেন্দু অধিকারী। চিত্রগ্রহণ করেছেন সুদীপ্ত মজুমদার। সম্পাদনায় রয়েছেন অর্ঘ্যকমল মিত্র।
২০ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘পরিচয় গুপ্ত’ ।
ছবি: স্বাতী চট্টোপাধ্যায়