বাংলা ছবির চাটুজ্যে চরিত
১১. অভিষেক
আশির দশকে বাংলা ছবিতে অভিষেক ঘটে অভিষেক চট্টোপাধ্যায়ের। প্রথম ছবি পথভোলা। এরপর নানান ছবিতে কখনও নায়ক কখনও বা সহনায়ক রূপে পর্দায় দেখা গেছে তাঁকে। দীর্ঘদিন ছবির জগৎ থেকে দূরে থাকলেও বর্তমানে ছোটপর্দায় কুসুমদোলা ধারাবাহিকে অভিনয় করেছেন অভিষেক। উল্লেখযোগ্য ছবিগুলি হল বাবা কেন চাকর, লাঠি, দহন ও আলো।
15