বাংলা ছবির চাটুজ্যে চরিত
৪. বিশ্বজিৎ
ষাটের দশকে বাংলা ছবির জগতে পা রাখেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। সুদর্শন এই অভিনেতা তাঁর দীর্ঘ অভিনয় জীবনে বহু বাংলা ও হিন্দি ছবিতে মনে রাখার মত কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্যা কয়েকটি ছবি হল মায়ামৃগ, দাদাঠাকুর, শেষ পর্যন্ত, দুই ভাই ও কুহেলী। হিন্দীতে তাঁর প্রথম ছবি বিস সাল বাদ মেগাহিট হয়।
15