বাংলা ছবির চাটুজ্যে চরিত
১০. প্রসেনজিৎ
ছোট্ট জিজ্ঞাসা ছবি দিয়ে যাঁর পথ চলা শুরু সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যাত্রা এখনও অব্যাহত। আগাগোড়া নায়কের চরিত্রে বাংলা ছবিকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছেন তিনি। মনে রাখার মত কয়েকটি ছবি অমর সঙ্গী, অন্নদাতা, মনের মানুষ, অটোগ্রাফ, চোখের বালি, দোসর, উৎসব, জাতিস্মর, বাইশে শ্রাবণ, প্রাক্তন ও দৃষ্টিকোণ।
15