বাংলা ছবির চাটুজ্যে চরিত
৬. শুভেন্দু
ডাক্তারি ছেড়ে অভিনয় জগতে এসে নায়ক ও চরিত্রাভিনেতারূপে অজস্র মাইলস্টোন ছবি উপহার দিয়েছেন শুভেন্দু চট্টোপাধ্যায়। মনে রাখার মত কিছু ছবি হল আকাশ কুসুম, আরোগ্য নিকেতন, কোরাস, চিড়িয়াখানা, নায়িকার ভূমিকায়, অমৃতকুম্ভের সন্ধানে, লাল দরজা, চৌরঙ্গী, প্রথম কদম ফুল, অরণ্যের দিনরাত্রি ও ছদ্মবেশী।
15