বাংলা ছবির চাটুজ্যে চরিত
৭. সৌমিত্র
বর্ষীয়ান এই অভিনেতার অভিনয় ক্ষমতা প্রশ্নাতীত। ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবিটি দিয়ে বাংলা ছবির দুনিয়ায় যাত্রা শুরু করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর একে একে অজস্র ছবির মধ্যে দিয়ে আজও তিনি নিজেকে প্রমাণ করে চলেছেন বার বার। দেশ-বিদেশের নানা পুরস্কারের সঙ্গে পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারও পেয়েছেন তিনি। আশীতিপর সৌমিত্র আজও কাজের ব্যপারে সমান উদ্যমী। তাঁর অজস্র ছবির মধ্যে কয়েকটি হল চারুলতা, ঘরে বাইরে, অভিযান, কোনি, আতঙ্ক, অগ্রদানি, তিন ভুবনের পারে, গণশত্রু, পদক্ষেপ, বেলাশেষে ও ময়ূরাক্ষী।
15