নিষ্কৃতি নেই বিক্রমের, গঠন হতে পারে হত্যার চার্জও

কলকাতা: সনিকা সিং চৌহান মৃত্যু মামলায় নিষ্কৃতি পাচ্ছেন না বিক্রম চট্টোপাধ্যায়। ২৬ সেপ্টেম্বর আলিপুর জেলা দায়রা আদালতে এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন বিক্রম। সেই আবেদনের শুনানির শেষে গতকাল তাঁর আর্জি খারিজ করে দেন বিচারপতি শান্তনু মিশ্র।

২০১৭ সালের ২৯ এপ্রিল শহরে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান সনিকা। গাড়িটি চালাচ্ছিলেন বিক্রম, পাশে বসেছিলেন সনিকা। দুর্ঘটনার পর অভিযোগ ওঠে যে গভীর রাতে মদ্যপ অবস্থায় বিক্রম গাড়িটি না চালালে কখনওই মারা যেতেন না সনিকা।

বিক্রমের আইনজীবি দাবী করেন, তাঁর মক্কেল যে মদ্যপ ছিলেন, এর স্বপক্ষে কোনও প্রমাণ পুলিশ পেশ করতে পারেনি। সেই যুক্তির বিরোধীতা করে সরকার পক্ষের আইনজীবি বলেন, বিক্রমের বিরুদ্ধে যা তথ্যপ্রমাণ আছে, তাতে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারাতেও মামলা করা যায়। তাই এখনই তাঁকে অব্যাহতি দিলে, এই মামলার সঠিক বিচার করা সম্ভব হবে না, দাবী করেন সরকারী আইনজীবি।

কিছু মানুষকে প্রশ্ন করি না, কৌশিকদা তাঁদেরই একজন: অপরাজিতা আঢ্য

দুই পক্ষের যুক্তি শোনার পর জনপ্রিয় এই টেলিঅভিনেতার আবেদন খারিজ করে দেন বিচারপতি। এও জানিয়ে দেন, বিক্রমের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ গঠন করা যাবে কি কিনা, সেই সংক্রান্ত শুনানি শুরু হবে ৩ ডিসেম্বর।

সনিকা মৃত্যু মামলা থেকে যে চটজলদি নিষ্কৃতি নেই বিক্রমের, তা কালকের রায়েই পরিস্কার।  

বর্তমানে ফাগুন বউ ধারাবাহিকে অভিনয় দিয়ে আবার ছোট পর্দায় ফিরেছেন বিক্রম।

Amazon Obhijaan 



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *