বাংলা ছবির চাটুজ্যে চরিত
১৩. আবির
বর্তমান বাংলা ছবির জগতে উজ্জ্বল নক্ষত্রদের মধ্যে আবির চট্টোপাধ্যায়ের নাম অন্যতম এ কথা বলাই বাহুল্য। ছোট পর্দা দিয়ে অভিনয় জীবন শুরু করে পরে বড় পর্দায় পা রাখেন তিনি। একাধারে ফেলুদা ও ব্যোমকেশরূপে তিনি বাঙালি দর্শকের মন জয় করেছেন, অন্যদিকে নায়ক হিসেবে একের পর উল্লেখযোগ্য পরিচালকের ছবিতে অভিনয় করে চলেছেন আবির। তাঁর কয়েকটি জনপ্রিয় ছবি ব্যোমকেশ বক্সী, বাদশাহী আংটি, মনচোরা, চার, বাস্তুশাপ, বোঝেনা সে বোঝেনা ও গুপ্তধনের সন্ধানে।
15