আশা জাগিয়েও ব্যর্থ যে নয়টি বাংলা ধারাবাহিক
প্রতি সপ্তাহেই টিআরপি তালিকা প্রকাশ করে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল ইন্ডিয়া। এই তালিকা দেখেই বিজ্ঞাপনদাতারা ঠিক করেন কোন ধারাবাহিকে বিজ্ঞাপন দিলে তারা সবথেকে বেশি লাভবান হবে। সোজা কথায়, যে ধারাবাহিকের যত বেশি টিআরপি, তার তত বেশি বিজ্ঞাপন পাওয়ার সম্ভাবনা। এতে প্রযোজনা সংস্থা ও চ্যানেলেরও সবথেকে বেশি লাভ।
তবে ভালো টিআরপি মানেই যে সেই ধারাবাহিকের গুণমান সবথেকে ভালো এমনটা ভাবার কোনও কারণ নেই। তাছাড়া প্রাইম টাইম বাদ দিলে, অন্য সময়ে দর্শক সংখ্যা অপেক্ষাকৃত কম থাকার কারণে সেই ধারাবাহিকের টিআরপি কম থাকবে এটাই স্বাভাবিক। তবুও ব্যবসার খাতিরে টিআরপি তালিকাই একটি ধারাবাহিকের সাফল্যের মাপকাঠি হিসাবে ধরে নেওয়া হয়। আবার অনেক সময় এও দেখা যায়, ভালো টিআরপি নেই বলে একটি ধারাবাহিককে কম গুরুত্বপূর্ণ স্লটে সরিয়ে দেওয়া হচ্ছে।
সন্ন্যাসী রাজা, নাকি রাজকীয় প্রতারক?
টিআরপি নির্ধারণের প্রক্রিয়াটি বেশ জটিল। এখানে একটি চ্যানেলের সামগ্রিক দর্শকসংখ্যাও বিচার করা হয়। সাধারণভাবে, যে চ্যানেলের দর্শক কম, সেই চ্যানেলের সবকটি ধারাবাহিকের টিআরপি কম হবে, এটা ধরেই নেওয়া হয়।
বর্তমানে বেশ কয়েকটি বাংলা ধারাবাহিক আশা জাগিয়েও ভালো টিআরপি তুলতে ব্যর্থ। এক নজরে দেখে নেওয়া যাক কোন দৈনিক ধারাবাহিকগুলি আছে এর মধ্যে।
১. ভূমিকন্যা