বাংলা ছবির চাটুজ্যে চরিত
২. অনিল
পঞ্চাশের দশকে অভিনয় শুরু করে প্রায় দেড়শো ছবিতে নায়ক ও চরিত্রাভিনেতারূপে বলিষ্ঠ অভিনয়ের ছাপ রাখেন অনিল চট্টোপাধ্যায়। বাংলার পাশাপাশি হিন্দী ছবিতেও সমানভাবে অভিনয় করেছিলেন তিনি। কাজ করেছেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক-এর মত পরিচালকদের সাথে। উল্লেখযোগ্য ছবি কোমল গান্ধার, মহানগর, মেঘে ঢাকা তারা, মরুতীর্থ হিংলাজ, তিন কন্যা ও দীপ জ্বেলে যাই।
15