বাংলা ছবির চাটুজ্যে চরিত
বাংলা ছবির জগতে এদের সকলেরই অবদান অনস্বীকার্য। কেউ দাপুটে নায়ক, তো কেউ স্নেহশীল দাদা। কেউ তুখোড় নায়িকারূপে হৃদয় জয় করেছেন, তো কেউ আবার সর্বকালের সর্বজনের প্রিয় মহানায়ক। কেউ একাধারে হয়ত বহু কাল্ট ছবির সফলতম মুখ, আবার কেউ তার সংযমী অভিনয়ে স্বাতন্ত্রের পরিচয় রেখেছেন। কেউ শিশুশিল্পী রূপে যাত্রা শুরু করে পরে লাস্যময়ী নায়িকা হয়ে মনোরঞ্জন করেছেন, কেউ বা আবার সহনায়িকা কিংবা খল চরিত্রে সমৃদ্ধ করেছেন দর্শককে। কেউ বছরের পর বছর ইন্ডাস্ট্রিকে ধরে রাখেন নিজের ক্ষমতায়, আবার কেউ একের পর এক গোয়েন্দার চরিত্রে দক্ষতার স্বাক্ষর রেখে যান। কেউ বংশ পরম্পরায় অভিনয়ের ধারাকে ক্রমশ ছাপিয়ে ওঠেন তো কেউ সাবলীল অভিনয়ে সহজেই মন কেড়ে নেন দর্শকের।
এরা সকলেই বাংলা ছবির সম্পদ, এরা সকলেই চট্টোপাধ্যায়। কাকতলীয় হলেও বাংলা ছবির জগতে চাটুজ্যেদের অবদান কম নয়। এক নজরে দেখে নেওয়া যাক বাংলা চলচ্চিত্র জগতে চট্টোপাধ্যায় অভিনেতাদের চমক।
১. উত্তমকুমার
আসল নাম অরুণকুমার চট্টোপাধ্যায়। তাঁর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছুই নেই। ১৯৪৭ সাল থেকে শুরু করে ১৯৮০ পর্যন্ত দুশো’র ওপর ছবিতে অভিনয় করেছেন বাংলা ছবির সফলতম নায়ক উত্তমকুমার। একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজকরূপে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি। প্রায় সাত-আট দশক ধরে চলে আসা তাঁর স্টারডম ও ভক্তদের ভালবাসা তাঁকে বাংলা ছবির কিংবদন্তিতে পরিণত করেছে। তাঁর অসংখ্য ছবির মধ্যে কয়েকটি হল নায়ক, সপ্তপদী, অ্যান্টনি ফিরিঙ্গি, হারানো সুর, ছদ্মবেশী, থানা থেকে আসছি, স্ত্রী, বাঘ বন্দি খেলা ও সন্ন্যাসী রাজা।