নকল করে বড় শিল্পী হওয়া যায় না, রানু প্রসঙ্গে মন্তব্য লতার
RBN Web Desk: প্রতিষ্ঠিত কোনও গায়ক বা গায়িকাকে নকল করে কখনও বড় শিল্পী হওয়া যায় না, রানু মণ্ডল প্রসঙ্গে এমনটাই বললেন লতা মঙ্গেশকর। সম্প্রতি রানুর গলায় গাওয়া ‘এক পেয়ার কা নগমা হ্যায়’ গানটি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। সন্তোষ আনন্দের কথায় ও লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল জুটির সুরে, ১৯৭২ সালে ‘শোর’ ছবিতে এই গানটি গেয়েছিলেন লতা। তাঁর সঙ্গীত জীবনের সর্বাধিক জনপ্রিয় গানগুলির মধ্যে এই গানটিকে গণ্য করা হয়ে থাকে।
লতার এই গান গাওয়ার জন্য রানুকে রাতারাতি বিখ্যাত করে তোলেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। তাঁকে মুম্বই ডেকে পাঠান সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া। সেখানে হিমেশের সুরে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ ছবির জন্য ‘তেরি মেরি কাহানি’ ও ‘আশিকি মে তেরি’ গান দুটি রেকর্ড করেন রানু।
আরও পড়ুন: অপুর চরিত্র আমার কাছে একটা চ্যালেঞ্জ: অর্জুন
তবে রানু সম্পর্কে আজ লতা সংবাদমাধ্যমকে বলেন, তিনি তাঁর জন্য খুশি। তবে কাউকে নকল করে কোনও শিল্পীই বেশি দূর যেতে পারেন না। যে কোনও শিল্পীকেই তাঁর নিজস্ব গায়কী গড়ে তুলতে হয়। কিশোর কুমার, মহম্মদ রফি, আশা ভোঁসলে বা তাঁর গলা নকল করে দীর্ঘ মেয়াদী জনপ্রিয়তা অর্জন করা যায় না। তবে তাঁর গাওয়া গান যদি কারোর জীবন ভালো করে তাহলে তিনি অবশ্যই নিজেকে ভাগ্যবান মনে করবেন, জানালেন ভারতরত্ন ও চলচ্চিত্রে তিনবার জাতীয় পুরস্কার পাওয়া গায়িকা।
একই সঙ্গে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গানের রিয়্যালিটি শো নিয়েও উৎকণ্ঠা প্রকাশ করেছেন লতা। অনেক ছেলেমেয়েরাই এই সব শো’তে ভালো গাইছে কিন্তু আরেকটা শ্রেয়া ঘোষাল বা সুনিধি চৌহান উঠে আসছে না, বললেন লতা।