ইংল্যান্ডে ভিড় দেখে বিদেশীরাও অবাক: শাকিব খান

কলকাতা: ইংল্যান্ডে ‘তুফান’ (Toofan) দেখতে মানুষ এত ভিড় করছে যে বিদেশীরাও জানতে চেয়েছে এত লাইন কোন ছবির, জানালেন বাংলাদেশের অভিনেতা শাকিব খান (Shakib Khan)। বাংলাদেশ ও ইংল্যান্ডে ছাড়াও বেশ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে শাকিব ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) অভিনীত ছবি ‘তুফান’। রায়হান রফি (Raihan Rafi) পরিচালিত ছবিটি আজ এপার বাংলায় মুক্তি পেল। গতকাল সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন শাকিব, মিমি, রায়হান এবং দু’দেশের দুই নির্মাতা মহেন্দ্র সোনি ও শাহরিয়ার শাকিল।

এই বাংলায় ছবি মুক্তির প্রাক্কালে শাকিব জানালেন বিদেশের মাটিতে ‘তুফান’ এর সাফল্যের কথা। 

“ইংল্যান্ডে এখন টপ চার্টে আছে ‘তুফান'”, দাবি তাঁর। “সেখানে এক প্রেক্ষাগৃহে একদিকে দেখানো হচ্ছে হলিউডের একটি ছবি, অন্যদিকে চলছে ‘তুফান’। ওই ছবির দর্শকরা ‘তুফান’ এর জন্য লাইন দেখে অবাক। তারা করছেন, এটা কীসের লাইন? ওখানে ছবিটা এত ভালো করলে এখানে কেন করবে না?”

ঈদের সময় মুক্তি পেয়ে বাংলাদেশে তুমুল জনপ্রিয় হয়েছে ‘তুফান’। একইভাবে ভারতেও ছবিটি হিট করবে বলে আশা রাখেন শাকিব। “‘তুফান’ নিয়ে যে তুফান উঠেছে সেই তুফান চলতেই থাকবে,” মনে করেন তিনি।

আরও পড়ুন: জারি রইল সিংহাসনের লড়াই

এই বাংলায় হিন্দি ও দক্ষিণী ছবির দাপটকে চ্যালেঞ্জ জানিয়ে শাকিব বললেন, “ওরা যদি ওদের ছবি নিয়ে গর্ব বোধ করতে পারে, আমরা কেন বাংলা ছবি নিয়ে গর্বিত হব না? তামিল ছবি থাকুক, হিন্দি ছবিও থাকুক। তবে বাংলা কমার্শিয়াল ছবি আবার স্বমহিমায় ফিরে আসুক। ‘তুফান’ সেই তুফান নিয়ে আসুক।” 

গত দু’বছরে মুক্তি পাওয়া ‘হাওয়া’ বা ‘সুড়ঙ্গ’ এই বাংলায় সেভাবে ব্যবসা করতে পারেনি। তাহলে তুফান নিয়ে কীভাবে আশা রাখছেন শাকিব? 

“আমার মনে হয় বাঙালি হয়ে একজন বাঙালিকে এই প্রশ্নটা করাই উচিত নয়। তাতে আপনাদেরও গায়ে লাগবে, আমাদেরও লাগবে। আসলে তো পুরোটা একই বাংলা। আমার ওই বাংলায় যদি ছবিটা ভালো চলে তাহলে আমার এই বাংলাতেও চলবে। এই ব্যাপারে কোনও সন্দেহের অবকাশ নেই। তবে আমরা শুধুই হিন্দি দেখব, বাংলা দেখব না, তা বললে হবে না। বাংলা ছবি দেখতে হবে, গর্বিত হতে হবে,” বললেন শাকিব। 

ছবি: স্বাতী চট্টোপাধ্যায়




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *