নেতাজির পর আরও এক স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে রাজুকমার
RBN Web Desk: ‘বোস: ডেড/অ্যালাইভ’ সিরিজ়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকায় অভিনয় করার পর আরও এক স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেখা যেতে পারে রাজকুমার রাওকে। শোনা যাচ্ছে ভগৎ সিংহের জীবনী নিয়ে তৈরি একটি ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন রাজকুমার।
এর আগে ভগৎ সিংহকে নিয়ে বেশ কয়েকটি হিন্দি ছবি তৈরি হয়েছে। শম্মী কপূর, মনোজ কুমারের মতো অভিনেতারা এই চরিত্রে অভিনয় করেছেন। সাম্প্রতিককালে সোনু সুদ, ববি দেওল ও অজয় দেবগণকে ভগৎ সিংহ হিসেবে বড়পর্দায় দেখা গেছে।
আরও পড়ুন: ‘আপত্তি উঠবে বলে কি নতুন কাজ হবে না?’
সূত্রের খবর, ভগৎ সিংয়ের জীবন নিয়ে তৈরি হতে চলা নতুন ছবিটি আগের সব ক’টির থেকে আলাদা হবে। তবে পুরো বিষয়টি এখনও প্রাথমিক স্তরে রয়েছে। নির্মাতারা আপাতত গবেষণার কাজে ব্যস্ত।