তিনটি জীবনের টানাপোড়েন নিয়ে ‘নার্ভ’
RBN Web Desk: পারিবারিক গল্প নিয়ে ছবি করতে চলেছেন সায়ন বসুচৌধুরী (Sayan Basu Chowdhury)। ছবির নাম ‘নার্ভ’ (Nerve)। কাহিনির মূল চরিত্র রিতিকা ও অনন্যা দুই বোন। রিতিকা ছোট থেকেই হাঁটাচলা করতে পারে না। কাজেই বোনের সব দায়িত্ব হাসিমুখে নিজের কাঁধে তুলে নিয়েছে দিদি অনন্যা। রিতিকার ভালোলাগার মানুষ দেব। এই তিনজনের জীবনে টানাপোড়েন নিয়েই এগোবে ছবির গল্প।
‘নার্ভ’-এ অভিনয় করবেন রূপসা মুখোপাধ্যায়, অনন্যা গুহ ও অক্ষয় অরুণ। রিতিকার চরিত্রে দেখা যাবে অনন্যা গুহকে। অনন্যার ভূমিকায় থাকবেন রূপসা। দেবের চরিত্রে অভিনয় করবেন অক্ষয়। শহর কলকাতাকে কেন্দ্র করেই এগোবে ছবির গল্প। রাজ বর্মণের কণ্ঠে একটি গান থাকবে এই ছবিতে।
আজ পড়ুন: সত্যজিতের আরও দুটি ছবি সংরক্ষণের কাজ শুরু
অক্ষয় জানালেন, “এই প্রথম আমি ‘বড়পর্দায় অভিনয় করতে চলেছি। আমার অভিনীত চরিত্রের ঘাত-প্রতিঘাত নিয়েই এই ছবির কাহিনি। গল্পের মধ্যে অনেকগুলো মোচড় রয়েছে। আশা করি দর্শকের ভালো লাগবে।”
এর আগে সায়নের সঙ্গে কাজ করেলও এই ছবির ধারা সম্পূর্ণ আলাদা বলে জানালেন রূপসা। “দুই বোনের মধ্যে ভালোবাসার কাহিনি বলতে গিয়ে নানা ধরণের সম্পর্ককে এই ছবিতে তুলে ধরা হয়েছে।”
এই বছরেই কোনও সময় মুক্তি পাবে ‘নার্ভ’।