গন্তব্য উত্তরবঙ্গ সৃজিত, বাঁধন, রাহুলদের

RBN Web Desk: কলকাতায় শুটিংয়ের পর সৃজিত মুখোপাধ্যায়, রাহুল বোস, আজমেরী হক বাঁধনদের গন্তব্য এবার উত্তরবঙ্গ। মোহাম্মদ নাজ়িম উদ্দিনের জনপ্রিয় থ্রিলার ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে একই নামের ওয়েব সিরিজ় পরিচালনা করছেন সৃজিত। এই সিরিজ়ের কেন্দ্রীয় চরিত্র মুসকান জ়ুবেরির ভূমিকায় অভিনয় করছেন বাঁধন।

সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে সৃজিত সাংবাদিকদের জানালেন, “গল্পটা পড়ার পর থেকেই মুসকান চরিত্রটির জন্য বাঁধনের কথাই ভেবেছিলাম। এটা পরিস্কার বলে দিতে চাই যে এই চরিত্রটির জন্য কখনওই জয়া আহসান বা পরিমণিকে নেওয়ার কথা ভাবিনি।”

প্রথমে সিরিজ়টি সম্পূর্ণটাই বাংলাদেশে, সেই দেশের শিল্পীদের নিয়ে শুট করার কথা থাকলেও, পরবর্তীকালে করোনা অতিমারীর জন্য পশ্চিমবঙ্গেই শুট করতে বাধ্য হন সৃজিত। বদলে যায় কাহিনীর প্রেক্ষাপট ও চিত্রনাট্যও। প্রথম নির্বাচিত শিল্পীদের মধ্যে শুধু বাঁধন আর অনির্বাণ ভট্টাচার্য থাকছেন এই সিরিজ়ে।

আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে

“আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা চালু হওয়ার পর আমরা মুসকানের জন্য পাওলি দামের সঙ্গে কথা বলি। কথাবার্তা অনেকটা এগোয়। তবে শেষ মুহূর্তে ওর ডেটের সমস্যা হওয়ায় আবার বাঁধনের কাছে ফিরতে হয়। প্রযোজনা সংস্থা এবং ঢাকায় ভারতীয় দূতাবাস বাঁধনের ভিসা পেতে ভীষণ  সাহায্য করেছে,” জানালেন সৃজিত।

“‘বুলবুল’-এর পর বাংলা, হিন্দি ও ইংরেজিতে একটি করে কাজ করব মনস্থির করেছিলাম,” বললেন রাহুল। “যে কটা চিত্রনাট্য এর মধ্যে পড়েছি তার মধ্যে সৃজিতেরটাই সেরা। ওর সঙ্গে কাজ করার ইচ্ছা বহুদিনের। সেটা এতদিনে সম্ভব হলো।”




এই সিরিজ়ে পুলিশ ইনফর্মার আতর আলির চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। প্রথমে তাঁর নূরে ছফার চরিত্রে অভিনয় করার কথা ছিল। “আমি সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। বাংলাদেশের মানুষের বাংলা উচ্চারণ আমি কিছুটা জানি। বাকিটা শিখতে চঞ্চলদা (অভিনেতা চঞ্চল চৌধুরী) সাহায্য করেছেন। যার ফলে আমার অভিনীত চরিত্রটি বদল হলেও, আতর আলি করার সময় উচ্চারণগত কোনও সমস্যা হয়নি,” জানালেন অনির্বাণ।

“মুসকান চরিত্রটির জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে,” বললেন বাঁধন। “শুরুর দিন থেকেই সৃজিতের ধমক খেয়ে আসছি। আরও কত খেতে হবে জানি না। এখনও পর্যন্ত আটদিন শুটিং হয়েছে। প্রায় দিনরাত কাজ করেছি। সৃজিত ভীষণ ভালো গাইড করে। তাছাড়া এত বড়মাপের অভিনেতাদের সঙ্গে কাজ করা উপরি পাওনা।

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অঞ্জন দত্ত ও অনির্বাণ চক্রবর্তী।

ছবি: গার্গী মজুমদার

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *