খল চরিত্রে ফের টেলিভিশনে অনিন্দ্য পুলক
RBN Web Desk: ছোট পর্দায় ফিরতে চলেছেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। বেশ অনেকদিন টেলিভিশন থেকে দূরে ছিলেন তিনি। বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনায় ব্যস্ত ছিলেন জনপ্রিয় এই অভিনেতা।
কে আপন কে পর ধারাবাহিকে ফের টেলিভিশনের পর্দায় দেখা যাবে অনিন্দ্যকে। একটি খল চরিত্রে অভিনয় করছেন তিনি। এই ধারাবহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা, বিশ্বজিৎ ঘোষ ও মোনালিসা পাল।
এর আগেও এই ধারাবাহিকে দেখা গিয়েছিল অনিন্দ্যকে। মাঝখানে বেশ কিছুদিন বাদ পড়েছিল তাঁর ট্র্যাক। কিন্তু এবার গল্পে আসছে এক নতুন মোড়, আর তাতেই আরও বেশি করে করে দেখা যাবে তাঁকে।
নতুন টেনিদা কাঞ্চন মল্লিক
এক বিদেশী চরের এজেন্ট হিসেবে অভিনয় করবেন অনিন্দ্য। ধারাবাহিকে পরম (বিশ্বজিৎ) যে প্রজেক্টে কাজ করছে, সেই প্রজেক্টের গোপন নথি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তিনি তুলে দেবেন বিদেশী শত্রুর হাতে।
সম্প্রতি নতুন এই ট্র্যাকের কয়েকটি পর্বের শ্যুটিং হয়ে গেল সিকিমে।