খলচরিত্রে অপরাজিতা, বিপরীতে বনি
RBN Web Desk: এই প্রথমবার এক ভয়ানক খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। তাঁর বিপরীতে পুলিশ অফিসারের চরিত্রে থাকবেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। এক অন্য ধরনের থ্রিলার নিয়ে আসছেন পরিচালক আতিউল ইসলাম (Atiul Islam)। ছবির নাম ‘বানসারা’ (Bansara)।
পুরুলিয়ার এক জঙ্গলে ঘেরা প্রত্যন্ত গ্রাম বানসারা। আঞ্চলিক বনদেবীর নাম অনুসারে গ্রামের নামকরণ। তিনিই এই গ্রামের আরাধ্যা দেবী। এই দেবী এতই জাগ্রত যে অপরাধীদের নিজের হাতেই শাস্তি দিয়ে থাকেন। দেবীর ইচ্ছা বা নির্দেশ সবটাই গ্রামের বড়মা মারফত পৌঁছে যায় গ্রামবাসীদের কাছে। এই বড়মা হলেন গৈরিকা দেবী। তিনি গ্রামের জমিদার পরিবারের একমাত্র মেয়ে। বানসারার ভালোমন্দের বিচার এবং রক্ষণাবেক্ষণের নিয়ম কানুন সবটাই ঠিক করে থাকেন তিনি।
আরও পড়ুন: জিৎই ছিলেন প্রথম পছন্দ, জানালেন সৃজিত
গ্রামে নানারকম অপরাধ এবং বেআইনি কাজকর্ম বেড়ে চলে, অন্যদিকে গৈরিকা দেবীর হাতে হতে থাকে একের পর এক খুন। এই সময় গ্রামে এসে উপস্থিত হয় নতুন পুলিশ অফিসার অজিতেশ। অজস্র এনকাউন্টারের বদনাম আছে অজিতেশের নামে, আছে অসংখ্যবার বদলি হওয়ার রেকর্ডও। এই সমস্ত ঘটনায় জড়িয়ে যায় গ্রামের প্রধানা শিক্ষিকা, এক কাপালিক, এলাকায় আসা এক তথ্যচিত্র নির্মাতা এবং গ্রামের পুরোহিত। পুরাণ এবং বর্তমানের ঘটনার ঘনঘটায় ক্রমশ জানা যায় খুনের প্রেক্ষাপট ও কারণ। ছবিতে প্রত্যাশিতভাবেই থাকছে নানারকম চমকও।
ছবিতে অপরাজিতাকে দেখা যাবে গৈরিকা দেবীর ভূমিকায়। অজিতেশের চরিত্রে আছেন বনি। এ ছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন মুন সরকার, বিশ্বরূপ বিশ্বাস, লিজ়া ভৌমিক ও ভাস্কর দত্ত।
২০২৫ সালে মুক্তি পাবে ‘বানসারা’।