পজ়িটিভ চরিত্র করাই সবথেকে কঠিন, মনে করেন দেবাশিস
RBN Web Desk: পর্দার দর্শকদের কাছে অন্ধকারাচ্ছন্ন চরিত্র মন্দার দিয়ে আত্মপ্রকাশ করেন অভিনেতা দেবাশিস মণ্ডল। উইলিয়াম শেক্সপিয়রের নাটক ‘ম্যাকবেথ’ অবলম্বনে করা ওয়েব সিরিজ়ে তাঁর করা মুখ্য চরিত্রটি যথেষ্ট কঠিন হলেও পজ়িটিভ চরিত্র করাই সবথেকে কঠিন বলে মনে করেন দেবাশিস। সাগ্নিক চট্টোপাধ্যায়ের ‘লেডি চ্যাটার্জি’ ছবিতে অভিনয় করতে চলেছেন দেবাশিস।
“এখানে আমি লালবাজারের ডিসিপি অভিজিৎ রায়ের চরিত্রে আছি,” রেডিওবাংলানেট-কে জানালেন দেবাশিস। “অভিজিৎ খুব শার্প আর ব্রাইট অফিসার। নিজের মতো করে তদন্ত করতে পছন্দ করে। কিন্তু এক হত্যা রহস্যের তদন্তে যখন লেডি চ্যাটার্জি ঢুকে পড়ে, যে কিনা পুলিশের কেউ নয়, তখন অভিজিতের ব্যাপারটা পছন্দ হয় না। পরে অবশ্য দুজনে একসঙ্গে কাজ করে।”
প্রথম থেকেই কিছুটা নেগেটিভ চরিত্রে কাজ করেছেন দেবাশিস। ‘মন্দার’ বা ‘মহাভারত মার্ডারস’ সিরিজ়ে তাঁকে এমনই চরিত্রে দেখা গেছে। ‘লেডি চ্যাটার্জি’তে স্বচ্ছ চরিত্রে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
“ওই দুটো সিরিজ়ে ডার্ক শেডে কাজ করার পর ‘লেডি চ্যাটার্জি’ আমার কাছে অনেকটাই পরিষ্কার চরিত্র। তবে চরিত্র যেমনই হোক আমার কাছে জরুরি হলো সেটার বাস্তবিক হয়ে ওঠা। একটা চরিত্রের মধ্যে মানবিক দিকগুলো থাকা দরকার,” বললেন দেবাশিস।
ধূসর চরিত্রের সীমাবদ্ধতা বা ত্রুটি সবই একটু বেশি থাকে, মেনে নিচ্ছেন দেবাশিস। “তবে আমার মনে হয় ইতিবাচক চরিত্রে কাজ করা অনেক বেশি কঠিন। সেখানে চরিত্রটাকে প্রতিষ্ঠা করার সুযোগ কম থাকে। বরং ডার্ক চরিত্রের ক্ষেত্রে কাজটা সহজ হয়ে যায়। কারণ একটা খারাপ মানুষের চরিত্র করলেও সেই চরিত্রটা গড়ে ওঠার পিছনে একটা কারণ থাকে, বিশ্বাসযোগ্যতা থাকে। যেটা দর্শককে বোঝাতে পারলে চরিত্রটার প্রতি সুবিচার করা যায়। একটা স্বচ্ছ চরিত্রের ক্ষেত্রে সেই সুযোগ খুব একটা পাওয়া যায় না,” বললেন দেবাশিস।
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
তবে এখনও পর্যন্ত মন্দারই তাঁর অভিনীত কঠিনতম চরিত্র বলে জানালেন দেবাশিস। “ওটা একেবারে আলাদা ধরনের কাজ ছিল। শুরুতে খুব কঠিন লেগেছিল। মন্দারের মধ্যে এত সংঘাত ছিল যে কীভাবে করব বুঝে উঠতে পারছিলাম না। তারপর চরিত্রটার সঙ্গে থাকতে-থাকতে তাকে বুঝতে শুরু করি। যে চরিত্রেই কাজ করি না কেন, সেটার সঙ্গে যেন বাস্তবের যোগ থাকে। আজকের সময় দাঁড়িয়ে চরিত্রটাকে কিছু বলতে হবে। এই বক্তব্যটুকু থাকলে কোনও চরিত্রই করতে আমার আপত্তি নেই,” বললেন দেবাশিস।
মূলত মঞ্চাভিনেতা হলেও বর্তমানে থিয়েটারকে তেমন সময় দিতে পারছেন না তিনি। “থিয়েটারের প্রতি আলাদা ভালোলাগা তো আছেই। ইচ্ছেও আছে থিয়েটার করার। ভালো প্রজেক্ট পেলে অবশ্যই করব। তেমন কোনও চরিত্রে কাজ করার প্রস্তাব পেলে সময় বার করে নিতে অসুবিধা হবে না” জানালেন দেবাশিস।
ছবি: প্রতিবেদক