টেলিভিশনে ফিরছেন শুভাশিস
RBN Web Desk: বাংলা টেলিভিশনে ফিরছেন শুভাশিস মুখোপাধ্যায়। একসময়ের সুপারহিট ধারাবাহিক ‘বিবাহ অভিযান’-এর অন্যতম কেন্দ্রীয় চরিত্র রাজেনের ভূমিকায় অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন শুভাশিস। পরবর্তীকালে ছবিতেই মনোনিবেশ করেন এই দাপুটে অভিনেতা। এবার ফের টেলিভিশনের পর্দায় দেখা যাবে তাঁকে।
স্নেহাশিস চক্রবর্তী পরিচালিত ‘মুকুট’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শুভাশিসকে। এই ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করছেন শ্রাবণী ভুঁইঞা। অন্যান্য চরিত্রে আছেন গৌরব ঘোষাল, ইন্দ্রাক্ষী দে ও সুকন্যা চট্টোপাধ্যায়। ‘মুকুট’-এ নায়কের ভূমিকায় থাকছেন অর্ঘ্য মিত্র। এর আগে টেলিভিশনে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও নায়ক হিসেবে এটাই তাঁর প্রথম কাজ।
আরও পড়ুন: ফিরছে মধুমিতা-অপরাজিতা জুটি
এর আগে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন শুভাশিস। তালিকায় রয়েছে ‘রাখী বন্ধন’, ‘খেলাঘর’, ‘জড়োয়ার ঝুমকো’ ও ‘তারানাথ তান্ত্রিক’-এর মতো ধারাবাহিক।
ছবি: RBN আর্কাইভ