উত্তরবঙ্গে নতুন থ্রিলার
RBN Web Desk: বর্তমানে বাংলা ছবি ও ওয়েব সিরিজ়ে থ্রিলার প্রায় ডালভাতের মতো হয়ে উঠেছে। দর্শকের প্রবল চাহিদায় প্রত্যেক পরিচালকই থ্রিলারে মনোনিবেশ করছেন। তবে বহু ক্ষেত্রে দেখা যায় কোনও থ্রিলারের নায়ক-নায়িকা পরবর্তীকালে কোনও থ্রিলারের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে গিয়ে পূর্ববর্তী ছবির খোলশ ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না। সে কথা আগাম অনুমান করেই পরিচালক স্বর্ণ শিখর তাঁর নতুন ছবির কেন্দ্রীয় চরিত্রে নবাগত অভিনেতা তেজকে আনছেন।
উত্তরবঙ্গকে কেন্দ্র করে তৈরি হচ্ছে স্বর্ণ শিখরের নতুন ছবি ‘তেঁতো’ (Tento)। তেজ ছাড়াও এই ছবিতে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী, রাজেশ শর্মা (Rajesh Sharma), দেবেশ রায়চৌধুরী, অঙ্কুশ্রী মাইতি, অরুণাভ দত্ত ও অয়ন মুখোপাধ্যায়কে।
ছবির কেন্দ্রীয় চরিত্র জ্যোতির্ময়। বাবার মৃত্যু পর হিমালয়ের গভীরে এক জনহীন গ্রামে দিদি ও কাকার সঙ্গে সে জীবন কাটায়। এদিকে তার মানসিক টানোপোড়েন চলতেই থাকে। সেই টানাপোড়েনের মোড়কেই সাজানো হয়েছে এই থ্রিলার। জ্যোতির্ময়ের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিমি। এই চরিত্রে রয়েছেন সুদীপ্তা।
এছাড়া রাজেশ শর্মাকে এক নতুন লুকে দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক।
আরও পড়ুন: সত্যজিতের আরও দুটি ছবি সংরক্ষণের কাজ শুরু
তেজ জানালেন, “জ্যোতির্ময়ের চরিত্রে অনেকগুলি স্তর রয়েছে। একটি ছেলেকে তার জীবনে কতকিছুর মুখোমুখি হতে হয়, তার প্রতিফলন এই ছবি।”
সুদীপ্তা বললেন, “এই ছবি দেখলে অনেক মানুষ নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবেন। বাস্তবে ঘটে চলা বহু ঘটনাই ফুটে উঠেছে এই ছবিতে।”
শীঘ্রই মুক্তি পাবে ‘তেঁতো’।