কলকাতায় শ্যুটিং সারলেন পরেশ রাওয়াল, সত্যজিৎ রায়ের গল্প?

RBN Web Desk: একমুখ পাকা দাড়ি, চোখে কালো মোটা ফ্রেমের চশমা, পরনে মেরুন রঙের পাঞ্জাবি। এ লুকেই সম্প্রতি কলকাতায় শ্যুটিং করলেন বিশিষ্ট অভিনেতা পরেশ রাওয়াল। প্রযোজনা সংস্থা ও পুলিশ-প্রশাসন শ্যুটিং সংক্রান্ত চূড়ান্ত গোপনীয়তা অবলম্বন করলেও, ৯ এপ্রিল সকালবেলা তাঁকে লেক মার্কেট চত্ত্বরে দেখামাত্রই ভিড় জমে যায়।

কোন ছবির শ্যুটিং সারলেন পরেশ?

সূত্রের খবর, অনন্ত মহাদেবনের ‘দ্য স্টোরিটেলার’ ছবির কাজে শহরে এসেছিলেন পরেশ। করোনা অতিমারী ও বিবিধ কারণে একাধিকবার পিছিয়ে গিয়েছে এই ছবির শ্যুটিং। সত্যজিৎ রায়ের ‘গল্পবলিয়ে তারিণী খুড়ো’ অবলম্বনে এই ছবি পরিচালনা করছেন অনন্ত।

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

‘গল্পবলিয়ে তারিণী খুড়ো’র পটভূমি আহমেদাবাদ। তাই সেই শহরেও হবে ‘দ্য স্টোরিটেলার’-এর শ্যুটিং। এছাড়া অন্তর্দৃশ্য গ্রহণ করা হবে মুম্বইয়ে।

২০১৮ সালে এই ছবি ঘোষণা করেন অনন্ত। পরেশ রাওয়াল ছাড়াও ছবিতে নাসিরুদ্দিন শাহের অভিনয় করার কথা।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *