কোনও দৃশ্যে কাট ছিল না, এটাই সবথেকে কঠিন পার্ট: ঋত্বিক চক্রবর্তী
RBN Web Desk: টানা দু’সপ্তাহ ধরে কঠিন পরিশ্রম করতে হয়েছে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ‘সত্যি বলে সত্যিই কিছু নেই‘ (Shotyi Bole Shotyi Kichhu Nei) ছবিতে, জানালেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
এই ছবির জন্য তাঁদের সকলকে রীতিমতো রিহার্সাল দিতে হয়েছে বলে জানালেন ঋত্বিক। “সৃজিতের বাড়িতে আমরা রিহার্সাল দিয়েছি, প্রযোজকের অফিসেও দিয়েছি। বসে রিডিংয়ের মতো ছিল ব্যাপারটা। সেটা ছাড়া এই কাজটা করা খুব মুশকিল ছিল। প্রথমে যখন শুনলাম রিহার্সাল হবে—মিথ্যে বলব না—একটু বিরক্ত হয়েছিলাম। পরে বুঝতে পারলাম এটা ছাড়া আর উপায় ছিল না,” বললেন তিনি।
আরও পড়ুন: হিন্দি টেলিভিশন ধারাবাহিকে অর্জুন চক্রবর্তী
বিভিন্ন জায়গায় হয়েছে ছবির শুটিং। এর মধ্যে বেশিরভাগ জায়গাতেই সাধারণত শুটিং হয় না। “গড়িয়াহাট ফ্লাইওভারের ওপরে শুট করেছি, সমুদ্রে করেছি। এছাড়া গল্ফ কোর্সের ভেতর, একটা থিয়েটারের মধ্যে, এরকম অনেকগুলো জায়গায় ঘুরে শুটিং করেছি আমরা,” বললেন ঋত্বিক।
কলকাতা শহরের অন্যতম ব্যস্ত ফ্লাইওভারের ওপর শুটিং, তাও আবার এতজন তারকা অভিনেতাকে নিয়ে। সমস্যা হয়নি?
আরও পড়ুন: রক্তস্রোতের সঙ্গে মিশল স্যাটায়ার
“রাস্তায় শুটিং হলে তো ভিড় আটকানোর ব্যবস্থা প্রোডাকশন থেকেই করে দেয়, কাজেই সেটাই অসুবিধা হয়নি,” বললেন ঋত্বিক। “তবে শুটিংটা কঠিন ছিল। দিনের আলোয় যেমন কাজ হয়েছে, তেমন রাতের অন্ধকারেও হয়েছে। কিন্তু কাজটা কঠিন ছিল এই কারণে যে একবার বসে গেলে আর ওঠার উপায় নেই। যে কোনও দৃশ্যে ১২ জনকেই থাকতে হচ্ছে। কোনও সিনে কোনও কাট নেই, প্রতিটা গোটা দৃশ্য একবারে শুট হয়েছে।”
ছবিতে ঋত্বিকের চরিত্রের নাম সুমিত। “আমার চরিত্রটা আগাগোড়া একজন সাম্প্রদায়িক মানুষের। সে বাকি সকলকেই ওই সাম্প্রদায়িক দৃষ্টি, নিজস্ব রাজনীতির ছাঁচে ফেলে দেখে,” জানালেন ঋত্বিক।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
“একেবারেই কঠিন ছিল না। অন্যদের সঙ্গে রসায়ন তৈরিটা কোনও সমস্যাই ছিল না। বরং নিজের চরিত্রকে ফুটিয়ে তোলাই ছিল আসল চ্যালেঞ্জ। আর সারাক্ষণ চরিত্রের ভেতরেই তো থাকতে হচ্ছে, যতক্ষণ ক্যামেরা চলছে। তার মধ্যেই প্রচুর মজা করেছি, হইচই করেছি। বারো- চোদ্দ দিনের টানা কাজ, প্রচুর খাটনি ছিল শুটিংয়ে। তবে মজায়-মজায় করে দিয়েছি, চাপ নিলে পারতাম না,” বললেন ঋত্বিক।