‘স্মার্ট’ হচ্ছে ফেলুদা
RBN Web Desk: স্মার্টফোন ছাড়াও এবার ফেলুদার হাতে দেখা যাবে স্মার্টওয়াচ। সাইবার ক্যাফেতে ঢুকে পেরিগাল রিপিটার সার্চ করে প্রিন্টআউট নেওয়ার কাজটা ফেলুকে দিয়ে অনেক আগেই করিয়েছিলেন পরিচালক সন্দীপ রায়। তবে তখনও তিনি বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা চরিত্রের হাতে মোবাইল ফোন তুলে দেননি। এবার সেই ফেলুদা আরও ‘স্মার্ট’ হতে চলেছে নতুন সিনেমা ও ওয়েব সিরিজ়ের হাত ধরে।
সত্যজিৎ রায় সৃষ্ট চরিত্র প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদার ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী বেশ কিছুটা শরীরী পরিবর্তন এনেছিলেন। সত্তরের দশকের গল্পকে আধুনিক যুগে এনে ২০১০-এর ‘গোরস্থানে সাবধান’ ছবিতে ফেলুদাকে ইন্টারনেট ব্যবহার করতে দেখা গিয়েছিল। তারপর কেটে গেছে ১২ বছর। গত দু’বছরে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা ফেরত’ ও ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ সিরিজ়ে ফেলুরূপী টোটা রায়চৌধুরীকে আধুনিক অবতারে দেখা না গেলেও, আসন্ন দুটি ছবি ও সিরিজ়ে ফেলুকে বর্তমান যুগোপযোগী করে তোলার সবরকম উপাদানই মজুত থাকছে বলে জানা গিয়েছে। সন্দীপ জানিয়েছেন ‘হত্যাপুরী’ ছবিতে ফেলুর হাতে মোবাইল ফোন থাকবে। তা না হলে নতুন প্রজন্ম ফেলুর সঙ্গে নিজেদের মেলাতে পারবে না বলে মনে করেন তিনি। তাঁর ছবিতে ফেলুর ভূমিকায় রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত।
আরও পড়ুন: ভয় পাওয়াই ভালো, ‘ছেলে’কে বললেন কাজল
তবে আরও একধাপ এগিয়ে অরিন্দম শীল ফেলুর হাতে তুলে দিচ্ছেন স্মার্টওয়াচ। অরিন্দম পরিচালিত ওয়েব সিরিজ় ‘সাবাশ ফেলুদা’র অন্তর্গত ‘গ্যাংটকে গণ্ডগোল’ পর্বে ফেলুর ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। তোপসের চরিত্রে অভিনয় করছেন ঋতব্রত মুখোপাধ্যায়। ‘গ্যাংটকে গণ্ডগোল’ প্রকাশিত হয়েছিল ১৯৭০ সালে। পর্দায় সেই সময়—বিশেষ করে সিকিমকে—পুননির্মাণ করা কার্যত অসম্ভব। কাহিনীকে বর্তমান সময়ে এগিয়ে আনার কারণে এই পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল বলে মনে করেন অরিন্দম। যদিও এর ফলে মূল কাহিনীতে কোনওরকম পরিবর্তন করা হবে না বলেই আশ্বাস দিয়েছেন তিনি।
আরও পড়ুন: পিতা-পুত্রের মিঠেকড়া সম্পর্কেই ভরসা রাখছে টিম ‘প্রজাপতি’
এর আগে পরমব্রতকে তোপসের চরিত্রে একাধিক ছবিতে দেখা গিয়েছে। এছাড়া ২০১৭ সালে নিজের পরিচালনায় একটি ওয়েব সিরিজ়ে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছিলেন পরমব্রত।
তবে শুধুই ফেলুদাকে স্মার্ট বানানো নয়, সঙ্গে সীমান্ত এলাকার উত্তেজনা, মহিলা আইবি অফিসার (সৌরসেনী মৈত্র), পাহাড়ি রাস্তায় রোমহর্ষক কার চেজ়, এমন অনেককিছুই অরিন্দমের ‘গ্যাংটকে গণ্ডগোল’ সিরিজ়ে থাকবে বলে জানা গিয়েছে।
ছবি: গার্গী মজুমদার