শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
১০. ছিলেন ড্যানিও
২০০৫ সালে ২০ জানুয়ারি রহস্যজনক ভাবে মারা যান পারভিন। দেহ উদ্ধার হয় তাঁর ফ্ল্যাটেই। ২২ জানুয়ারি মহেশ যখন পারভিনের মৃত্যুসংবাদ পান তখন তিনি হায়দরাবাদ বিমানবন্দরে। হাসপাতালে পারভিনের দেহ কেউ নিতে আসছে না জানতে পেরে মহেশই যান সেখানে। প্রাক্তন প্রেমিকার শেষকৃত্য সম্পন্ন করেন মহেশ। শেষের সেদিনে উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি।