শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
৭. দূরে থাকার নির্দেশ
পারভিনের বেঙ্গালুরুর বাড়িতে তাঁকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতেন মহেশ। কিন্তু একটা সময় ববির মনোচিকিৎসক মহেশকে তাঁর থেকে দূরে থাকার পরামর্শ দেন। স্ত্রী লরেনের কাছে ফিরে আসেন মহেশ। এই সময়ই তিনি লেখেন ‘অর্থ’। মহেশ পরিচালিত এই ছবি আসলে তাঁর ও পারভিনের সম্পর্কের ওপর আধারিত।
<—৬. গাড়িতে রাখা বোমা | ৮. যে কোনও একজনকে—>