শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
৬. গাড়িতে রাখা বোমা
স্কিৎজ়োফ্রেনিয়া চিকিৎসার জন্য ডাক্তাররা ড্রাগ থেরাপি, ইলেকট্রিক শক থেরাপি ব্যবহার করার কথা বলেন। কিন্তু এমন অমানবিক চিকিৎসায় রাজি হননি মহেশ। পারভিনের প্রাক্তন প্রেমিক কবীর তাঁকে আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসার পরামর্শ দেন। এগিয়ে আসেন ড্যানিও। মানসিকভাবে ততদিন অত্যন্ত অসুস্থ হয়ে উঠেছেন অভিনেত্রী। বাড়ির এসির মধ্যেও খুনি লুকিয়ে আছে ভাবতেন তিনি। গাড়িতে উঠে তাঁর মনে হত কোথাও বোমা রাখা আছে। খাবারে বিষ মেশানো আছে এই ভয়ে খাওয়াদাওয়াও প্রায় ছেড়ে দিয়েছিলেন।
<—৫. অমিতাভের বিরুদ্ধে অভিযোগ | ৭. দূরে থাকার নির্দেশ—>