শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
৫. অমিতাভের বিরুদ্ধে অভিযোগ
পারভিন ততদিনে জেনেটিক বায়োকেমিক্যাল ডিজ়অর্ডার—প্যারানয়েড স্কিৎজ়োফ্রেনিয়া রোগে আক্রান্ত। সারাক্ষণ সবাইকে সন্দেহ করতে শুরু করেছেন। সবসময়ই তাঁর মনে হতে থাকে কেউ তাকে খুন করতে চায়। বিশেষ করে অভিযোগ আনেন অমিতাভের ওপর। একবার শুটিং চলাকালীন পারভিন এসে বলেন যে অমিতাভ নাকি তাঁর ওপর ঝাড়বাতি ফেলে তাঁকে খুন করতে চাইছেন। পরে অবশ্য অমিতাভের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন তিনি।
<—৪. লুকিয়ে থাকা গুপ্তচর | ৬. গাড়িতে রাখা বোমা—>