শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
৪ লুকিয়ে থাকা গুপ্তচর
সালটা ১৯৭৪। একদিন তাঁর মা জামাল ববিকে দেখে পারভিনের বাড়িতে পৌঁছান মহেশ। ঢুকে দেখেন সারা বাড়ি পারফিউমের উগ্র গন্ধে ম ম করছে। আর ওদিকে বিছানার একটি কোণায় রান্নাঘরের ছুরি হাতে বসে আছেন পারভিন। মহেশকে দেখে পারভিন মুখে আঙুল দিয়ে ইশারায় কোনও কথা না বলতে বলেন। তারপর বলেন যে তাঁর ঘরে কোথাও একট গুপ্তচরের ডিভাইস লাগানো আছে। তাঁর মনে হচ্ছে কেউ তাঁকে খুন করতে চায়।
<—৩. মহেশ পর্ব | ৫. অমিতাভের বিরুদ্ধে অভিযোগ—>