শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
২. একাধিক সম্পর্ক
পারভিনই প্রথম হিন্দি ছবির নায়িকা যাঁর ছবি টাইম ম্যাগাজিনের কভারে ছাপা হয়। পারভিনের ব্যক্তিগত জীবনও ছিল বেশ রঙিন। ড্যানি ডেনজ়ংপা, কবীর বেদী, মহেশ ভট্টের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান পারভিন। মহেশের সঙ্গে তাঁর সম্পর্কের ইতি ঘটার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
<—১. প্রথম ‘চরিত্র’ | ৩.মহেশ পর্ব—>