শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
৯. বেঙ্গালুরুর রাস্তায়
সেদিনই রাগ করে পারভিনের বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন মহেশ। সম্পূর্ণ নগ্ন অবস্থায় মহেশের পিছন-পিছন বেরিয়ে আসেন পারভিন। পিছন থেকে পারভিন তাঁর নাম ধরে ডাকলেও ফিরে তাকাননি মহেশ। তাঁদের সম্পর্কের সেখানেই ইতি। এরপর এক বইয়ের দোকানে পরিচিত কণ্ঠস্বের ‘এক্সকিউজ় মি’ শুনেও রাগ দেখিয়ে চলে আসেন মহেশ।
<—৮. যে কোনও একজনকে | ১০. ছিলেন ড্যানিও—>