‘শ্রীময়ী’ বন্ধের গুঞ্জন, কী বলছেন লীনা?
RBN Web Desk: জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’ নাকি শেষের পথে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যই উঠে এসেছে বারবার। এমনকি টেলিপাড়ার একাংশের মতে গল্পের গতিপথ সেরকমই ইঙ্গিত দিচ্ছে। এই ধারাবাহিকের নামভূমিকায় রয়েছেন ইন্দ্রাণী হালদার। অন্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরী ও ঊষসী চক্রবর্তী।
কোন পর্যায়ে আছে ‘শ্রীময়ী’র কাহিনী?
শাস্তি পেয়ে জেল খাটছে জুন (ঊষসী)। শারীরিক অসুস্থতার কারণে অনিন্দ্যও (সুদীপ) বাড়ি ফিরে এসেছে। অন্যদিকে রোহিতের (টোটা) বিদেশে ফিরে যাওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। শ্রীময়ীর পরিবারে প্রায় সবাই এখন তার পক্ষে। সোশ্যাল মিডিয়ায় তাই জোর গুঞ্জন যে শ্রীময়ী-অনিন্দ্যর সমস্যা মিটিয়ে আবার বিদেশেই ফিরে যাবে রোহিত।
আরও পড়ুন: সেলুলয়েডের পথিকৃৎকে সার্থকভাবে চেনায় ‘হীরালাল’
তবে ইন্দ্রাণী সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ধারাবাহিকটি বন্ধ হওয়ার ব্যপারে তিনি কিছু জানেন না। একই কথা জানিয়েছেন সুদীপ।
‘শ্রীময়ী’র কাহিনীকার লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর চিত্রনাট্য মানেই চমক। তবে লীনা জানিয়েছেন যে ‘শ্রীময়ী’ আপাতত বন্ধ হচ্ছে না।