শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি

১৯৭২ থেকে ১৯৮৩ পর্যন্ত হিন্দি ছবির জগতে সাহসীনি নায়িকা বলতে প্রথমেই যার কথা মাথায় আসে তিনি পারভিন ববি। ‘মজবুর’, ‘নমক হালাল’, ‘কালা পত্থর’, ‘দিওয়ার’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘শান’-এর মতো ছবিতে তাঁর অভিনয় আজও দর্শককে মুগ্ধ করে। হিন্দি ছবির স্টাইল আইকন পারভিনের ঝুলিতে ছিল বিখ্যাত পরিচালকদের ছবি। নিজের ফিল্ম কেরিয়ারের গ্রাফ তরতর করে উঠছিল। মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে বারোটি ছবি করেন পারভিন। নায়িকা হিসেবে সাহসী দৃশ্যে অভিনয় করে প্রায় ইতিহাস রচনা করেন তিনি।




তবুও ব্যক্তিগত জীবনে সুখী ছিলেন না সেই সময়ের এক নম্বর নায়িকা। একের পর এক সম্পর্কে অসফল হতে-হতে ছন্নছাড়া হয়ে পড়েন উপমহাদেশের মেরিলিন মনরো খ্যাত বলিউডের এই অনিন্দ্য সুন্দরী। তাঁর মৃত্যু নিয়েও রয়ে গেছে ধোঁয়াশা। আজও জানা যায়নি তার মৃত্যুর কারণ। মৃত্যুর আগে পারভিন দাবি করতেন কেউ তাকে খুন করতে চায়। কী হয়েছিল পারভিনের?

রইল পারভিনকে নিয়ে কিছু চমকপ্রদ তথ্য।

১. প্রথম ‘চরিত্র’ 

উপস্থিত ছিলেন শুধু মহেশ

১৯৫৪ সালের ৪ এপ্রিল গুজরাটের জুনাগড়ে একটি পাঠান পরিবারে পারভিনের জন্ম হয়। পারভিনের যখন ১০ বছর বয়স, তখন তাঁর বাবা মারা যান। ১৯৭২ সালে মডেলিংয়ের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করে তার পরের বছর ‘চরিত্র’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ছবির জগতে পা রাখেন পারভিন।

২. একাধিক সম্পর্ক—>

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Gargi

Travel freak, nature addict, music lover, and a dancer by passion. Crazy about wildlife when not hunting stories. Elocution and acting are my second calling. Hungry or not, always an over-zealous foodie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *