আবারও কানে ‘মন্থন’

RBN Web Desk: কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival) ফের প্রদর্শিত হবে শ্যাম বেনেগল (Shyam Benegal) পরিচালিত ছবি ‘মন্থন’ (Manthan)। ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেন স্মিতা পাতিল (Smita Patil), গিরীশ কর্নাড (Girish Karnad), নসিরুদ্দিন শাহ (Nasiruddin Shah) ও অমরীশ পুরী (Amrish Puri)। ভারতে শ্বেত বিপ্লবের প্রেক্ষাপটে তৈরি ছবিটি আজ একটি কাল্ট ক্লাসিক হিসেবে বিবেচিত হয়। উৎসবের ক্লাসিক বিভাগেই ছবিটি দেখানো হবে।

ভারতে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে তৈরি হওয়া সম্ভবত প্রথম ছবি ‘মন্থন’। পাঁচ লক্ষ কৃষক ছবিটি তৈরির জন্য জনপ্রতি ₹২ দান করেন। দুটি জাতীয় পুরস্কার পায় ছবিটি। বক্স অফিসেও ভালো ব্যবসা করে।

আরও পড়ুন: সত্যজিতের আরও দুটি ছবি সংরক্ষণের কাজ শুরু

সম্প্রতি ‘মন্থন’-এর মূল প্রিন্ট রিস্টোর করা হয়েছ। এই নতুন প্রিন্টই মে মাসে কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। প্রদর্শনের সময় উপস্থিত থাকবেন শ্যাম ও নসিরুদ্দিন। থাকবেন স্মিতার পরিবারের সদস্যেরাও।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *