সত্যজিতের আরও দুটি ছবি সংরক্ষণের কাজ শুরু

RBN Web Desk: সত্যজিৎ রায়ের (Satyajit Ray) আরও দুটি ছবি সংরক্ষণের কাজ শুরু হয়েছে। সম্প্রতি কলকাতায় এসে এ কথা জানিয়েছেন শিবেন্দ্র সিংহ দুঙ্গারপুর (Shivendra Singh Dungarpur)। ‘গুপী গাইন বাঘা বাইন’ (Goopy Gyne Bagha Byne) ও ‘অরণ্যের দিনরাত্রি’ (Aranyer Dinratri) ছবি দুটি সংরক্ষণের কাজ শুরু করেছেন তিনি। পুণে ফিল্ম ইনস্টিটিউটের এই প্রাক্তনী দীর্ঘদিন ধরে ছবি সংরক্ষণের সঙ্গে যুক্ত।

বহু পুরনো এবং গুরুত্বপূর্ণ ছবির সংরক্ষণের দায়িত্বে থেকেছেন শিবেন্দ্র। এর মধ্যে রয়েছে নীরদ মহাপাত্রের ওড়িয়া ছবি ‘মায়া মিরিগা’ ও শ্যাম বেনেগলের (Shyam Benegal) ‘মন্থন’ (Manthan)। কিছুদিন আগে রমেশ সিপ্পির (Ramesh Sippy) ‘শোলে’ (Sholay) ছবি সংরক্ষণের কাজও শুরু করেছেন তিনি।

কাজের সূত্রে এর আগেও বহুবার কলকাতায় এসেছেন শিবেন্দ্র। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, কলকাতা তাঁর বহুদিনের চেনা শহর। একসময় এলে সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, মৃণাল সেন, সন্দীপ রায়দের সঙ্গে তাঁর নিয়মিত দেখা হতো। সত্যজিৎ রায় মিউজ়িয়ম নিয়েও কাজ শুরু করার ইচ্ছে রয়েছে তাঁর। 

আরও পড়ুন: মধুবালার বায়োপিক

ওয়াহিদা রহমান তাঁর সমস্ত ছবির ফিল্ম মেটিরিয়াল সংরক্ষণের স্বার্থে দিয়েছেন বলে জানালেন শিবেন্দ্র।

এই মুহূর্তে সত্যজিতের ছবি দুটি সংরক্ষণের কাজ করছেন শিবেন্দ্র। এছাড়াও তপন সিংহের (Tapan Sinha) কয়েকটি ছবি সংরক্ষণ করার ব্যাপারে কথা হয়েছে। তবে এই কাজের ক্ষেত্রে মূল নেগেটিভটি খুঁজে বার করা সবথেকে কঠিন কাজ বলে জানালেন তিনি। বেশিরভাগ ক্ষেত্রেই তা এত খারাপ অবস্থায় থাকে যে কাজ করার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। 

‘অরণ্যের দিনরাত্রি’র সাউন্ড বেশ কিছু জায়গায় খারাপ ছিল যার জন্য শিবেন্দ্ররা লন্ডনের ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে গিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এসেছেন। অপু ট্রিলজি সংরক্ষণের সময় এই ব্যাপারগুলো তাঁরা বুঝতে পেরেছিলেন বলে জানালেন তিনি।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *