না বলা মানুষের গল্পে রাজনন্দিনী-অনিন্দ্য, তৃষা-ঋষভ
RBN Web Desk: বেশিরভাগ ছবির গল্প মানেই শুধুমাত্র নায়ক-নায়িকা। যাদের জীবনকে উদযাপন করে সেই ছবি, যাদের ঘিরে গড়ে ওঠে সাফল্য ও সুখের স্বপ্নের গল্প। তবু কিছু মানুষ এমনও আছে যাদের নিয়ে কোনও গল্প তৈরি হয় না। সমাজে তারা খুব একটা পরিচিতও নয়। কেউ শোনে না তাদের কথা। সেই তাদের নিয়েই সুব্রত ঘোষের ছবি ‘তাহাদের কথা’ (Tahader Katha)। অভিনয়ে রয়েছেন ঋষভ বসু (Rishav Basu), তৃষা দাস, অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta), রাজনন্দিনী পাল (Rajnandini Paul), দীপক হালদার, অমিত সাহা, বিশ্বনাথ বসু, অরিন্দল বাগচি, ভদ্রা বসু, কৃষ্ণেন্দু দেওয়ানজি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
ছবিতে রফিকুল নামে এক নকশাল আন্দোলনের কর্মীর চরিত্রে থাকবেন ঋষভ। তৃষা রয়েছেন এক ক্যাবারে ড্যান্সারের ভূমিকায়। এক অপরের বিপরীতে রয়েছেন তাঁরা। অন্যদিকে কর্পোরেট চাকুরে অনলের ভূমিকায় দেখা যাবে অনিন্দ্যকে। রাজনন্দিনী আছেন সুস্মিতার চরিত্রে। অনল আর সুস্মিতার ভালোবাসা কি আদৌ পরিণতি পাবে? ‘তাহাদের কথা’ সেই সব চরিত্রদের গল্প যারা আসলে খুব সাধারণ তবু সবার মধ্যে থেকেও যারা অনন্য।
আরও পড়ুন: নজরুল ইসলামের ভূমিকায় কিঞ্জল নন্দ
ছবিতে সুরারোপ করেছেন সপ্তক সানাই দাস। ছবির গানগুলি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও কিঞ্জল চট্টোপাধ্যায়। ছবির শুটিং হয়েছে কলকাতার নানা জায়গায়।
২৪ মে মুক্তি পাবে ছবিটি।