আদালতের দ্বারস্থ জ্যাকি শ্রফ
RBN Web Desk: অনুমতি ছাড়াই যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে তাঁর নাম, ছবি ও কণ্ঠস্বর। তৈরি হচ্ছে মিম, আপত্তিকর ভিডিয়োও। এই ব্যাপারে প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হলেন বিশিষ্ট অভিনেতা জ্যাকি শ্রফ (Jackie Shroff)। একাধিক সংস্থার বিরুদ্ধে মামলা করেছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবনে একাধিক ব্লকবাস্টার ছবিতে কাজ করেছেন জ্যাকি।
গতকাল মুম্বইয়ের এক আদালতে জ্যাকির হয়ে মামলা করেন তাঁর আইনজীবী প্রবীণ আনন্দ। জ্যাকির পুত্র, অভিনেতা টাইগার শ্রফের ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করেও আপত্তিকর ভিডিয়ো ও মিম তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন প্রবীণ। আদালত জ্যাকির অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট পক্ষদের সমন পাঠিয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: আবারও কৌশিকের ছবিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা?
উল্লেখ্য, এর আগে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও অনিল কপূরের মতো অভিনেতারাও একই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।