এখনই আর ফেলুদা নয়: সন্দীপ রায়
RBN Web Desk: এখনই আর ফেলুদা সিরিজ়ের কোনও ছবি করবেন না বলে জানালেন সন্দীপ রায় (Sandip Ray)। ১০ মে মুক্তি পেয়েছে ‘নয়ন রহস্য’ (Nayan Rahasya)। ছোটবড় মিলিয়ে উৎসাহী দর্শকের সংখ্যা নেহাত কম নয়। সত্যজিৎ রায় সৃষ্ট ফেলুদা চরিত্রের জনপ্রিয়তা আকাশছোঁয়া। সেই কারণেই ফেলুদা ছবির জন্য অপেক্ষায় থাকেন অনেকেই। তবে এক্ষুণি আর কোনও ফেলুদার ছবি বানাবেন না সন্দীপ।
সব্যসাচী চক্রবর্তীর পর তিনি ইন্দ্রনীল সেনগুপ্তকে বেছে নিয়েছেন নতুন ফেলুদা হিসেবে। সেই সঙ্গে এসেছে নতুন জটায়ু এবং তোপসেও। নতুন টিমকে নিয়ে ২০২২-এ মুক্তি পেয়েছিল ‘হত্যাপুরী’ (Hatyapuri) ছবিটি। একই টিমের এ বছরের ছবি ‘নয়ন রহস্য’।
আরও পড়ুন: মৃণাল সেনের ইউনিটের হিরো হয়ে ওঠাই উদ্দেশ্য ছিল সুপ্রভাতের
রেডিওবাংলানেট-কে সন্দীপ জানিয়েছেন, “এই মুহূর্তে আর ফেলুদা নিয়ে ভাবছি না। এটা রিলিজ় হওয়ার পর আমাদের রায় পরিবার থেকে ফেলুদাকে একটু রেস্ট দেওয়া হবে। এর পরে যেটা করব সেটা হলো কয়েকটা গল্প নিয়ে অ্যন্থলজি। যদিও কোন গল্প বা কার গল্প কিছুই এখনও ঠিক হয়নি। এখন সবে গল্প পড়ার পর্ব চলছে।”
বছর দুই-তিন আগে ফেলুদা ও শঙ্কুর দুটি ছোটগল্প নিয়ে দুটি অর্ধে ছবি করার ইচ্ছে প্রকাশ করেছিলেন সন্দীপ, সেই ছবি কি হচ্ছে?
“হ্যাঁ, সে পরিকল্পনা এখনও রয়েছে,” জানালেন সন্দীপ, “ওটা হবে ঠিক সময়ে। তবে এখনই নয়।”
ছবি: RBN আর্কাইভ