নতুন থ্রিলারে দেবলীনা, দেবরাজ, ঋত্বিকা
RBN Web Desk: একটি ছবির শুটিংকে কেন্দ্র করে থ্রিলারে অভিনয় করতে চলেছেন দেবলীনা দত্ত, দেবরাজ ভট্টাচার্য ও ঋত্বিকা সেন। ‘মহরত’ নামের এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন আতিউল ইসলাম। এর আগে ‘ফতেমা’ পরিচালনা করেছিলেন তিনি।
‘মহরত’-এর কাহিনি কী নিয়ে।
কলকাতার বাইরে একটি ছবির শুটিং করতে গিয়ে প্রথমদিনেই গুলিবিদ্ধ হয়ে মারা যান নামকরা অভিনেত্রী অপর্ণা মুখার্জি। তাঁর প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় নামকরা চিত্র পরিচালক। বিবাহবিচ্ছেদের প্রায় তিন বছর পরে শুটিং ফ্লোরে দেখা হয় অপর্ণা ও সৃজনের। সেখানেই ঘটে এই দুর্ঘটনা। অন্যদিকে সিআইডির দুই দাপুটে অফিসারের হাতে আসে এই তদন্তের দায়িত্ব। তদন্তে উঠে আসে বাংলাদেশ থেকে কলকাতায় অভিনয় করতে আসা সোহেল খানের নাম। অপরদিকে এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমেও আলোড়ন ওঠে। রহস্য উন্মোচনে বড় ভূমিকা নেয় সংবাদমাধ্যম।
আরও পড়ুন: আদালতের দ্বারস্থ জ্যাকি শ্রফ
রহস্যের আড়ালে মানুষের মনের মধ্যেকার অন্ধকার সমীকরণ, প্রতিহিংসা, অসৎভাবে সফল হওয়ার লোভ এই ছবির মূল উপজীব্য বলে জানালেন আতিউল।
‘মহরত’-এ অন্যান্য চরিত্রে থাকছেন মীর আলম, বিশ্বরূপ বিশ্বাস, রজতাভ দত্ত, হৃষি রাজ, অনিন্দিতা সোম, রাজু মজুমদার, হিয়া রায় ও স্বরলিপি ঘোষ।
ছবির চিত্রনাট্য লিখেছেন অনুভব ঘোষ।
এ বছরেই বড়পর্দায় মুক্তি পাবে ‘মহরত’।