এবার ইতালির প্রেক্ষাপটে বাংলা ছবি ‘গুডবাই ভেনিস’
RBN Web Desk: বিলেত বা মার্কিন মুলুকে তো কত বাংলা ছবিরই শুটিং হয়েছে, ভবিষ্যতেও হবে। এবার ইতালির প্রেক্ষাপটে তাঁর নতুন ছবি ‘গুডবাই ভেনিস’-এর কাজ শুরু করতে চলেছেন পরিচালক নীলাঞ্জন মুখোপাধ্যায়। আজ নববর্ষে এই ছবি ঘোষণা করলেন তিনি। মুক্তি পেল ছবির টিজ়ার পোস্টারও।
ছবির গল্প কী নিয়ে?
কলেজের পর কালের নিয়মে ছাড়াছাড়ি হয়ে যাওয়া পাঁচবন্ধু বহুবছর পর একটি রোড ট্রিপে যাওয়ার জন্য মিলিত। কীভাবে ট্রিপ শেষ হয়, তাই নিয়েই গল্প। ছবির পোস্টারে চারজন বন্ধুকে দেখা যাচ্ছে। তাহলে পাঁচ নম্বর বন্ধুটি কোথায়?
আরও পড়ুন: জয়সলমেরে সত্যজিৎ রায়ের মূর্তি, উদ্যোগী রাজস্থান সরকার
“সেই উত্তর দেবে এই ছবি,” জানালেন নীলাঞ্জন। “অন্যান্য রোড ট্রিপ ছবিগুলোতে সাধারণত যা দেখা যায়, ‘গুডবাই ভেনিস’ তার থেকে একেবারেই আলাদা হতে চলেছে। এটুকু বলতে পারি, এটা সম্পর্কের গল্প।”
ছবিতে কারা অভিনয় করবেন তা এখনও পর্যন্ত স্থির হয়নি। তবে তা শীঘ্রই জানা যাবে বললেন নীলাঞ্জন।
‘গুডবাই ভেনিস’ উপস্থাপন করবেন জয়ব্রত দাস। চিগ্রগ্রহণের দায়িত্বে রয়েছেন অর্ণব লাহা, সঙ্গীত পরিচালনা করবেন সৌম্য ঋত।
আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গুডবাই ভেনিস’।